পাহাড়ের চূড়ায় ১৫একর জায়গা জুড়ে অবিশ্বাস্য লেক
মোঃ অহিদ উল্লাহ পাটোয়ারী
|
![]() বান্দরবান থেকে রুমা আসার সময় চান্দের গাড়িতে চড়েছিলাম, আবারও যাচ্ছি। কিন্তু রুমা থেকে লেকটিতে যেতে পাহাড়ের আঁকাবাঁকা, খাড়া খাদ (গর্ত) আরও বেশি। কখনও ৭০-৮৫ ডিগ্রী অ্যাঙ্গেলে রাস্তা পাহাড়ের উপরে উঠে গেছে। আবার কখনও ঢাল বেয়ে অনেক নিচে নেমে গেছে। পুরো ভয়ানক থেকে ভয়ানক বন-জঙ্গল রাস্তার মধ্য দিয়ে যেতে যেতে পাশে কিছু আদিবাসীদের পাড়া দেখা যায়। অবশেষে চান্দের গাড়ি নামিয়ে দিল আমাদের। এবার হাঁটার পথ। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে উপরে উঠলেই লেক। উপরে উঠার সময় হোঁচট খেয়ে পাহাড় থেকে পড়ে যাওয়া থেকে বাঁচতে হাতে বাঁশের লাঠি নিয়ে খুব সাবধানে এগোচ্ছি। দু’বার বিশ্রাম নিয়ে থেমে থেমে লেকের চূড়ায় উঠতেই মুগ্ধ নয়নে আশ-পাশের পাহাড় ও আকাশে মিলে যাওয়া দেখতে পেলাম। ২হাজার ৭০০ফুট পাহাড়ের চূড়ায় ১৫একর জায়গা জুড়ে অবস্থিত এই অবিশ্বাস্য লেকটি। লেকের রূপ একেক সময় ভিন্ন ভিন্ন রূপে দেখা দেয়। এর সোন্দর্য কাগজে কলমে লিখে বুঝানো সম্ভব নয়। এক কথায় কল্পনার বাইরে। এ লেকটি দেখা মাত্রই পর্যটকদের পথের ক্লান্তি মিটে যায় মুহুর্তের মাঝে। ওহ! চোখে না দেখলে কারও সাধ্য নেই অন্যকে বুঝানোর। ![]() এতক্ষণে নিশ্চয়ই চিনতে পেরেছেন লেকটিকে। হ্যা এটাই বগালেক। ![]() কিভাবে যাবেনঃ ঢাকার ফকিরাপুল, কমলাপুর, সায়েদাবাদ ও ইস্পাহানী বিল্ডিং এর পাশ থেকে শ্যামলী, এস আলম, সৌদিয়া, ইউনিক, ঈগল, হানিফ ও সেন্টমার্টিন পরিবহনের বাসে বান্দরবান যাওয়া যায়। ভাড়া ৭৩০ টাকা (নন এসি), ৮৬০টাকা (এসি)। বান্দরবান থেকে লোকাল বাসে রুমা পর্যন্ত ১৫০টাকা। সেখান থেকে রির্জাভ চান্দের গাড়ি বগালেক যায়। ভাড়া প্রায় আড়াই হাজার টাকা। বগালেকে লরাম ও সিয়াম দিদির রেষ্ট হাউজ আছে। থাকায় বেশি খরচ নেই। তবে, খাওয়ার টাকা কিছু বেশি লাগে। লেখকঃ মোঃ অহিদ উল্লাহ পাটোয়ারী প্রতিষ্ঠাতা- ঘুরে বেড়াই বাংলাদেশ। মোবাইল- ০১৭২৬৬০৭৫৯০ |