৮১ বছর বয়সী পিএইচডিধারী আবর্জনা কর্মী
|
![]() বিবিসিকে জয়নব বলেন, “সর্বত্রই আবর্জনা থাকতো আর শিশুরা থাকতো খুবই নোংরা।” এসময় নিজের অতীত অভিজ্ঞতার কথা বলেন তিনি। ১৯৮০ এবং নব্বইয়ের দিকে ইসরায়েল লেবাননের দক্ষিণাংশ দখল করে নিয়েছিল পনেরো বছরের জন্য। তখন জয়নবের গ্রাম আরবসালিমের আবর্জনা সংগ্রহসহ পুরো প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছিল। বছরের পর বছর জমে থাকা আবর্জনা পর্বত আকার ধারন করতে শুরু করে এবং জয়নব আঞ্চলিক গভর্নরের কাছে যান সাহায্যের জন্য। কিন্তু গভর্নরের কাছ থেকে আশানুরূপ জবাব না পেয়ে তিনি নিজের গ্রামের নারীদের সাহায্য চাইলেন। কারণ তিনি চাইছিলেন তার গ্রামের নারীদের ক্ষমতায়ন করতে এবং তিনি এটাও ভেবেছিলেন যে এটা তাদের জন্য ভালো কাজ হবে। জয়নবের তখন দরকার ছিল একদল স্বেচ্ছাসেবকের, যারা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা পুনঃপ্রক্রিয়াকরণ সম্পর্কে বলবে। ![]() কল ফর দ্য আর্থ নামে প্রতিষ্ঠিত সংস্থা থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য দিয়ে গৃহস্থলীতে কাজে লাগে এমন পণ্য তৈরি করছেন তারা। গৃহস্থলী কাজে লাগে এমন পণ্য খুব সহজেই বিক্রি হয় বলেও জানায় জয়নব। শুরুর দিকে তারা কাচ, কাগজ এবং প্লাস্টিক সংগ্রহ করতেন। কিন্তু এখন তারা ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহ করছে এবং একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন, যার কাজ দক্ষিণ লেবাননের আবহাওয়া উপযোগী কমপোস্ট তৈরি করা। টানা তিন বছরের চেষ্টার পর নিজেদের সংস্থা চালানোর জন্য এক টুকরো জমি পান তারা। আর এতে করে জয়নবের বাড়ির পেছনের বাগানটিকে বাঁচানো সম্ভব হয়। এর দশ বছর পর তারা ইতালির দূতাবাস থেকে একটি ওয়্যারহাউস বানানোর জন্য সাহায্য পায়। বর্তমানে এই সংস্থাটিতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, কিভাবে সংস্থাটি কাজ করে তা জানার জন্য। |