ভালো খেলছে বলেই ...
আসিফ আহমেদ লিখেছেন সমকালে
|
![]() ক্রিকেটকে বলা হয় রেকর্ডের খেলা। কত যে রেকর্ড এ খেলায়। কেউ কেউ মজা করে বলেন_ কোন ম্যাচে কোন খেলোয়াড় হাঁচি দিয়েছিল কিংবা কার মাথায় খেলার সময় উড়ন্ত পাখি মলত্যাগ করেছিল_ সেটাও রেকর্ড হিসেবে ধরা হতে পারে! বাংলাদেশের এ ঘটনাটি বিশ্ব ক্রিকেটের জন্য বড় খবর। ভারত, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের খেলার পাতায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে এ 'কেলেঙ্কারি'। একাধিক বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক বলেছেন, সাম্প্রতিক সময়ে মাশরাফি-সাকিব-মুশফিক বাহিনীর ধারাবাহিক সাফল্যের কারণে বিভিন্ন দেশের ক্রিকেট মহলের সার্বক্ষণিক নজর রয়েছে বাংলাদেশের ওপর। তারা উঠতি ব্যাটসম্যান-বোলারদের খবর রাখে, কেচ্ছা-কেলেঙ্কারি ঘটে কি-না, সেটাও জানার চেষ্টা করে। হরিণ প্রসঙ্গে প্রবাদ আছে_ এ সুন্দর প্রাণীটির সুস্বাদু মাংসই তার জন্য অনেক শত্রু তৈরি করে। বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু ভালো খেলতে শুরু করেছে এবং এ খেলার ব্যবস্থাপনাও যেহেতু ভালো, তাই বিশ্ব ক্রিকেটের নজর পড়ছে। তাদের কাছে যা কিছু ভালো তা যেমন ধরা পড়ছে, তেমনি মন্দ কিছু ঘটলে সেটাও নজর এড়াচ্ছে না। অতএব, সাধু সাবধান। খেলোয়াড়, আম্পায়ার, সংগঠক_ সবাইকেই সদা সতর্ক থাকা চাই। বড় ধরনের কোনো ভুল বা অনিয়ম ঘটলে সেটা এখন আর উপেক্ষা করার অবকাশ নেই। কোন ক্রিকেটার বউ পেটালে, বান্ধবীর সঙ্গে অসদাচরণ করলে কিংবা কাজের মেয়েকে নির্যাতন করলেও সেটা বড় খবর। দ্বিতীয় বিভাগের একটি খেলায় সুজন নামের একজন অখ্যাত দ্রুতগতির বোলার মাত্র 'চার বলে ৯২ রান' দিয়েছে। কয়েক বছর আগে ঘটলে এ খবরটি ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্রিকেট সাংবাদিকদের নজরে পড়ত না। কিন্তু এখন পড়ছে এবং হৈচৈ হচ্ছে। সঙ্গত কারণেই আমাদের ক্রিকেট কর্তৃপক্ষকেও গঠন করতে হচ্ছে তদন্ত কমিটি। এ তদন্ত দায়সারা হলে সেটাও কিন্তু খবর হবে! |